বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বহনকারী বিআরটিসি’র একটি দোতালা বাসের ওপর থ্রী হুইলার আছড়ে পড়ায় দুজন নিহত ও আরো ৪জন আহত হয়েছে। আহতদের বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারী দোতালা বাসটি পুলিশ আটক করলেও দুটি যানবাহনের চালকই পলাতক।
বরিশাল মহানগরীর সিএন্ডবি রোডের নথুল্লাবাদের সন্নিকটে বৈদ্যপাড়ার মুখে শিক্ষার্থীদের নিয়ে দোতালা বাসটি বিশ^বিদ্যালয়ের দিকে যাবার পথে মাহিন্দ্রা থ্রী হুইলারটি তার নিজের রাস্তা বাদ দিয়ে বাসটির ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই থ্রী-হুইলার যাত্রী আবদুল খালেক (৭০) নিহত হয়। হাসপাতালে ভর্তি করার পরে নিপা (৩০) নামে অপর এক মহিলা যাত্রী প্রান হারায়।
দূর্ঘটনাস্থলে ছোট যানবাহন চলাচলের জন্য পাশর্^ রাস্তা থাকলেও থ্রী হুইলারটি তা বাদ দিয়ে মূল মহাসড়কে চালাতে গিয়ে দূর্ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে বিশ^বিদ্যালয় কতৃপক্ষ দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে আটকে পড়া ছাত্রছাত্রীদের বিকল্প যানে শিক্ষা প্রতিষ্ঠানটতে নিয়ে যায়। বিআরটিসি’র বাসটি আটক করায় বিশ^বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় সংকট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।