বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার সড়কে আবারও ঝরলো প্রাণ। জেলার ফরিদপুর-বাঘাবাড়ী মহাসড়কের চকচকিয়া নামক স্থানে মোটর সাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত দুইজন আহত হন।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর-বাঘাবাড়ী মহাসড়কের চকচকিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর নাম সজিব (২২)। তিনি সাঁথিয়া উপজেলার বিলচাপরী গ্রামের আবু সাইদ শেখের পুত্র।
আহতরা হলেন- একই গ্রামের আব্দুস সাত্তার শেখের পুত্র আহম্মদ আলী (৩০) এবং হাতেম শেখের পুত্র জোলহাস (৩০)। গুরুতর আহত অবস্থায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো ঘটনার পরপরই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম করে জানান, মোটরসাইকেলটি ডেমরা থেকে পাবনা জেলার ফরিদপুর উপজেলায় আসার বাঘাবাড়ীগামী মাইক্রোবাসের সাথে মটর সাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেও মটর সাইকেলের আরোহী সজিব নিহত হন। মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।