Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় বাস চাপায় পিকআপ চালকসহ নিহত ২

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ২:৩৩ পিএম

কুমিল্লার সদর দক্ষিণের সোয়াগাজী এলাকায় বাসের চাপায় পিকআপ ভ্যান চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছে।

গতকাল শুক্রবার দিনগত রাত ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুমিল্লা বরুড়া উপজেলার বাসিন্দা, নগরীর মোগলটুলীর আল করিম লাইব্রেরির মালিক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ এবং পিকআপ ভ্যান চালক কুমিল্লা
নগরীর কালিয়াজুড়ি এলাকার জাকির হোসেন। আহত হয়েছেন হাফেজ মাওলানা ফয়জুল্লাহর ছেলে আবদুল হামিদ।
স্থানীয় সূত্র জানায়, সুয়াগাজি এলাকায় বাসের চাপায় পিকআপ ভ্যানের চালকসহ ২ জন ঘটনাস্থলেই মারা যায়।

সদর দক্ষিণ থানার ওসি মামুনুর রশীদ জানান, দুর্ঘটনা হয়েছে শুনেছি। এ সড়কটি হাইওয়ে পুলিশ এর নিয়ন্ত্রণে। তারা বিস্তারিত বলতে পারবে।
এ বিষয়ে জানতে ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি আলমগীর হোসেনের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ