Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীর শিবপুরে দু’ট্রাকের সংঘর্ষ, হেলপার নিহত

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ২:০২ পিএম

নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দু’ট্রাকের সংঘর্ষে রাজন ইসলাম (১৮) নামে ট্রাক হেলপার নিহত হয়েছে।

গতকাল শুক্রবার দিনগত রাত তিনটায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন ইসলাম বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসীম উদ্দিন।

তিনি জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাড়াঁনো অপর ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাক দু’টি সড়কের দু’পাশে ছিটকে পড়ে ও সিলেটগামী ট্রাকের সম্মুখ অংশ দুমড়ে-মুচড়ে যায়। ফলে ট্রাকের হেলপার ট্রাকে আটকা পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও নরসিংদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক থেকে হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে। লাশ উদ্ধার করে ইটাখলা হাইওয়ে পুলিশের ফাঁড়িতে রাখা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। তবে, চালক পলাতক রয়েছেন।
এ ব্যাপারে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ