বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটের মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, সকাল সাড়ে ৫টার দিকে নীলগঞ্জ রেলস্টেশনের কাছে চট্টগ্রাম থেকে জামালপুরগামী সারবোঝাই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রেল লাইন ও একটি রেলওয়ে কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে একটি রিলিফ ট্রেন ময়মনসিংহ থেকে এসে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিটি লাইন থেকে সরিয়ে লাইন মেরামত করে। এরপর দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।