Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২৪ সালের নির্বাচনের আগেই সকল অনুপ্রবেশকারীকে তাড়ানোর হুমকি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:১১ পিএম

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ভারত থেকে সব অনুপ্রবেশকারীকে বেছে বেছে তাড়ানোর হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের জাতীয় নাগরিক পঞ্জি-এনআরসি নিয়ে অমিত শাহ অব্যাহতভাবে এমন হুমকি দিয়ে আসছেন। এবার মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোটের আগে সেই হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করলেন তিনি।
শুধু এ দুই রাজ্যের বিধানসভা নির্বাচনেই নয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকেও টার্গেট করেছেন অমিত শাহ।
গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) হরিয়ানায় নির্বাচনী প্রচারণায় গিয়ে হুঁশিয়ারি দিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালে আবার আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসব। কিন্তু তার আগে দেশের সমস্ত অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়ানো হবে।
বিজেপি নেতা আরও বলেন, ৭০ বছর ধরে অনুপ্রবেশকারীরা দেশে ঢুকছে। এনআরসি কার্যকর করে দেশ থেকে অনুপ্রবেশকারীদের বের করা হবে। এ ব্যাপারে বিজেপি ও মোদিজি প্রতিশ্রæতিবদ্ধ।
কয়েকদিন আগে এনআরসি নিয়ে বিজেপির এই নেতা বলেছিলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রæতি দিয়েছিলাম যে, আমরা শুধু আসামে নয়, গোটা দেশে এনআরসি করব। সেই অনুযায়ীই আমরা এগোব।
পশ্চিমবঙ্গেও বারবার এনআরসি নিয়ে হুমকি দিয়ে চলেছেন বিজেপি নেতারা। সম্প্রতি দুর্গাপূজা উদ্বোধনে পশ্চিমবাংলায় গিয়ে সেই কথা আবারও বলেছেন অমিত শাহ। যদিও বাংলায় এনআরসি নিয়ে শুরু থেকেই কট্টর বিরোধিতা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



 

Show all comments
  • llp ১১ অক্টোবর, ২০১৯, ১২:৪২ পিএম says : 0
    By the virtue of becoming a secular country British had given the vast land and control of all the natural resources of this continent to India. But Jinnah (RA) was right to access that anti-islam hatred has blinded the British to see the real Ghabdhi-Nehru-SardarPatel. So He has to give up much and satisfy himself with a tiny land with no NATURAL and water resources. Now we can see the real India which the left refused to see. ...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনআরসি

১৩ ফেব্রুয়ারি, ২০২০
১৪ জানুয়ারি, ২০২০
২৮ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ