Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলো পাটজাত শিল্পপ্রতিষ্ঠানের আয়কর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

পাটজাত পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানের আয়কর কমিয়ে সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণ করেছে সরকার। এনবিআর সূত্রে জানা গেছে, পাটজাত পণ্যের কোম্পানি ছাড়া অন্য খাতের কোম্পানির এ করহার ২৫ শতাংশ থেকে ৪৫ শতাংশ নির্ধারণ করা আছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার ৩ অক্টোবর স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গত সোমবার জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪ এর ক্ষমতাবলে সরকার পাটজাত দ্রব্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্পপ্রতিষ্ঠানের কেবল উক্ত শিল্প হতে অর্জিত আয়ের ক্ষেত্রে ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ করবর্ষের জন্য প্রযোজ্য আয়করের হার নিম্নরূপে হ্রাস করে নির্ধারণ করা হলো। এগুলো হচ্ছে- কোম্পানি করদাতার ক্ষেত্রে আয়করের হার হবে ১০ শতাংশ; এবং কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে আয়করের সর্বোচ্চ হার হবে ১০ শতাংশ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আয়কর

৩০ নভেম্বর, ২০২১
৪ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ