Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দুস্থানে গ্যাস পাচারের চক্রান্ত রুখে দাড়াও বাংলাদেশ

বগুড়ায় কর্মী সমাবেশে রাশেদ প্রধান

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ৫:০০ পিএম

২০ দলীয় জোটের অন্যতম শরীক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ২২ নভেম্বর জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে উত্তর জনপদে ৩ দিনের সাংগঠনিক সফরের প্রথম দিন মঙ্গলবার দুপুরে শহরের হোটেলপট্টিস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে জেলা জাগপা আয়োজিত কর্মী সমাবেশে জাগপা কেন্দ্রীয় সহ-সভাপতি ও দলের মুখপাত্র প্রকৌশলী আল-রাশেদ প্রধান- প্রধান অতিথির বক্তব্যে স¯প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশ বিরোধী চুক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতাকে চিরস্থায়ী বন্দব¯ত করতেই ভারত সফর করেছেন। ফারাক্কা বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভুমি বানানো হয়েছে, তি¯তায় পানি আসে না, পানির ন্যায্য হিস্যা আমরা পাই নাই অথচ ভারতে ফেনী নদীর পানি দেওয়ার নামে পাইপ লাইনে গ্যাস পাচারের চুক্তি করা হয়েছে। তিনি বাকশালী সরকারকে হুশিয়ার করে বলেন, পাইপ লাইনে গ্যাস যাবে না, প্রয়োজনে বাংলার মানুষের রক্ত যাবে। ক্যাসিনো সম্রাটকে গ্রেফতার প্রসঙ্গে বলেন ক্যাসিনো চালায় আওয়ামীলীগ আর ভলেনটিয়ার যুবলীগ। হিন্দুস্থানের সঙ্গে দেশ বিক্রির চুক্তি থেকে জনগনের দৃষ্টি আড়াল করার জন্যই যুবলীগ নেতা ক্যাসিনো সম্রাটকে গ্রেফতারের নাটক সাজানো হয়েছে। তিনি আরও বলেন একের পর এক দেশের স্বার্থ বিরোধী চুক্তি করে ৩০ লক্ষ শহীদের রক্তের সঙ্গে বেঈমানী করা হয়েছে। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বকে হিন্দুস্থানীদের কাছে ইজারা দেওয়া হয়েছে, গণতন্ত্র হত্য করা হয়েছে ব্যাংক বিমা সহ সকল আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। শেয়ার বাজার, ক্যাসিনো দিয়ে দেশের মানুষকে নিঃশ্ব করে দেওয়া হয়েছে। অথচ দুনীতির ধুয়া তুলে হিন্দুস্থানের চক্রাšেত বাংলার জননন্দীত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তারেক রহমানকে দেশ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। জনাব রাশেদ প্রধান অবিলম্বে ভারতের সঙ্গে সকল দেশ বিরোধী চুক্তিবাতিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও রায় বাতিল করে দেশে প্রত্যাবর্তন সহ অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে তিনি হাসিনার সরকারকে হুশিয়ার করে বলেন- হিন্দুস্থানে গ্যাস পাচারের চক্রাšত জাগপা বিনা চ্যালেঞ্জে ছাড় দেবেনা। পরিশেষে তিনি দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন হিন্দুস্থানে গ্র্যাস পাচারের চক্রান্ত- রুখে দাড়াও বাংলাদেশ। বগুড়া জেলা জাগপার আহ্বায়ক ও কেন্দ্রীয় শিক্ষা-ছাত্র বিষয়ক সম্পাদক শামীম আক্তার পাইলট এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুঞ্জুরুল কাদির তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাগপা কেন্দ্রীয় যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগপা কেন্দ্রীয় যুগ্ম-সাধারন সম্পাদক শেখ জামাল উদ্দিন, বক্তব্য রাখেন জেলা জাগপার যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, শফিকুল ইসলাম মোহন, জেলা জাগপা নেতা ইমারুল ইসলাম, দেলদার হোসেন নান্টু, দৌলতজ্জামান মানিক, হেলাল উদ্দিন সাকিদার, আবু রায়হান, আনোয়ারুল ইসলাম, সরকার সাইফুল ইসলাম, আব্দুল লতিফ নয়ন, আনোয়ার হোসেন, জেলা যুব জাগপা সভাপতি সৈকত আহম্মেদ মিলন, মরহুম আমির হোসেন মন্ডল ফাউন্ডেশনের চেয়াম্যান ও সাবেক যুবদল নেতা মাসুদুল হাসান মাসুদ প্রমূখ। কর্মী সমাবেশ শেষে নেতৃবৃন্দ মরহুম জাগপা নেতা গাজী ফকিরের কবর জিয়ারত শেষে বিশেষ মোনাজাত করেন।

 



 

Show all comments
  • দীনমজুর কহে ৮ অক্টোবর, ২০১৯, ৫:৫৬ পিএম says : 0
    শফিউল আলম প্রধানের মত বলূন জান দেব জীবন দেব ফেনী নদীর পানি দেবনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাগপা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ