Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ৭:৫৩ পিএম

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফছার আজিজের বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ করেছেন নগরের ঘাসিটুলা মসজিদ কমিটি।

সোমবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তারা।

মসজিদের মোতোয়াল্লি মো. সামছুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, 'গত ১৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ঘাসিটুলা মসজিদের জমি দখল করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফছার আজিজ। তার নেতৃত্বে ভূমি দখলে অংশ নেয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মতছির আলী ও তার ভাই মোবাশ্বির আলী, ছাত্রদলের সদস্য জাকির, জয়নুল হক, ময়নুল হক, স্বপন, হত্যা মামলার আসামি আব্দুল মোনাফ ও আব্দুস সালামসহ ২০ থেকে ২৫ জন। তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মসজিদের সীমানা প্রাচীর ভাঙচুর করে জমি দখল নেয়।'

এ সময় তিনি মসজিদের জমি রক্ষায় প্রধানমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা চান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মসজিদ সেক্রেটারি মো. দিলাল, কোষাধ্যক্ষ মানিক মিয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহকারী কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সদস্য জিলাল উদ্দিন, আব্দুর রব, এখলাছুর রহমান, মো. শাহাজাহান, মঈন উদ্দিন, সুহেল মাহমুদ খন্দকার, মনির মিয়া, জামাল উদ্দিন, হেলাল মিয়া, সামছুদ্দিন, সিরাজ মিয়া, আবুল কালাম, আব্দুস ছত্তার, হাজি কালা মিয়া, শরীফ আহমদ ও মইনুল ইসলাম প্রমুখ।

 

 

 



 

Show all comments
  • আলমগীর হোসাইন ৮ অক্টোবর, ২০১৯, ৪:৫৫ পিএম says : 0
    আমি এই পোস্ট টিশেয়ার করার কারনে আমাকে মেরে ফেলার পরিকল্পনা করে ফেলেছে এবং আমাকে হুম কি দিচ্ছে আফসার আজিজের ক্যাডাররা তাতে আপনাদের মন্তব্যকি???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ