Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগঞ্জে যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ সংঘর্ষে আহত ২

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ১:৩৬ পিএম
লক্ষ্মীপুরের রামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৮টায় দক্ষিণ দাসপাড়া বাজার সংলগ্ন আলার বাড়ীর সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ৬নং লামচর ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খালে মাছ ধরাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনার সূত্রপাত শুরু হয়। খবর পেয়ে স্থানীয় মোহাম্মদিয়া ফাঁড়ি থানার এএসআই জসিম ও এছহাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, সংঘর্ষে মারাত্মক আহত লামচর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. শাকিলকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ পাঠানো হয়েছে। একইভাবে মো. ইব্রাহীমসহ বাকী আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ