Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী রাসেল আহমদ হোটেল থেকে তরুণীসহ আটক

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৮:১৯ পিএম

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী রাসেল আহমদ নোবেলকে তরুণী সহ লাইটহাউজ এলাকার একটি কটেজ থেকে আটক করেছে পুলিশ । রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাতে তাকে আটক করা হয়। বিষয়টি পরে নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি আবু মোঃ শাহজাহান কবির।

ওসি আবু মোঃ শাহজাহান কবির আরো জানান, কাজী রাসেল আহমদ নোবেলকে তরুণীসহ গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মানবপাচার আইনের ৭/৮ ধারায় মামলা করা হয়েছে। কাজী রাসেল আহমদ নোবেলের বিরুদ্ধে আগে থেকেই একটি মারামারি মামলার ওয়ারেন্ট ও রয়েছে।

প্রসঙ্গত, কাজী রাসেল আহমদ নোবেল কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যকরী কমিটির সদস্য, কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু’র ছোট ভাই।

কাজী রাসেল আহমদ নোবেল বিগত কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে হেরে যান। তিনি কটেজ মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি।

তার পিতা মরহুম কাজী তোফায়েল আহমদ ভোলার নদী ভাঙন কবলিত হয়ে পরিবার নিয়ে কক্সবাজারে স্থায়ী হয়েছিলেন। পরে তিনি কক্সবাজার জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদকও হয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ