Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের অভিযোগে নেপালের স্পিকার কৃষ্ণ বাহাদুর গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ২:১৬ পিএম

এক নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নেপাল পার্লামেন্টের সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মোহরা’কে। গত মঙ্গলবার স্পিকার হিসেবে পদত্যাগ করেন তিনি। এরপর রাজধানী কাঠমান্ডুর এক আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন সাবেক মাওবাদী এই নেতা। তার বিরুদ্ধে এক নারী সহকর্মী অভিযোগ করেছেন গত সপ্তাহের রোববার তার এপার্টমেন্টে মদ্যপ অবস্থায় তার ওপর হামলে পড়েন স্পিকার কৃষ্ণ বাহাদুর মোহরা। তিনি উন্মত্ত অবস্থায় তার এপার্টমেন্টে হাজির হন বলে অভিযোগ করেন ওই নারী। তিনি স্থানীয় মিডিয়াকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, এমনটা ঘটবে আমি চিন্তাও করি নি।
তিনি আমার ওপর শক্তি প্রয়োগ করেছেন। আমি পুলিশে ফোন দেবো বলে হুমকি দেয়ার পরে তিনি আমাকে ছেড়ে দেন।
২০০৬ সালে নেপালে দশকব্যাপী গৃহযুদ্ধের অবসান হয়। ওই সময় যে শান্তি আলোচনা হয় তখন মাওবাদী বিদ্রোহীদের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন এই কৃষ্ণ বাহাদুর। ২০১৭ সালের জাতীয় নির্বাচনে এই মাওবাদীদের জোট ও উদারমনা কমিউনিস্টদের সঙ্গে গড়ে তোলা জোট ভূমিধস বিজয় পায়। এরপর গঠিত পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন কৃষ্ণ বাহাদুর। তবে অভিযোগ উঠার পর গত মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন। তিনি মনে করেন যে অভিযোগ উঠেছে তা গুরুত্বর। এর সুষ্ঠু তদন্ত চান তিনি। কারণ, এতে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ওদিকে ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টিও তার পদত্যাগ দাবি করেছিল। কারণ, ধর্ষণের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জোরালো হয়ে উঠেছিল। যৌন নির্যাতনের অভিযোগে নেপালে এত বড় মাপের একজন রাজনীতিককে গ্রেপ্তারের ঘটনা বিরল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেপাল

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ