বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গুম হওয়া ছাত্রদলের দুই নেতার পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বরিশাল মেডিকেল কলেজ শাখার নেতৃবৃন্দ। গুম হওয়া ছাত্রদলের দুই নেতা হলেন ফিরোজ খান কালু ও মো মিরাজ। উভয়ের মা অসুস্থ থাকায় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং যাবতীয় ঔষধ প্রদান করেন। ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ জানান, আর্থিক অনটনে জর্জরিত অসুস্থ এই মা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, প্রেসার ও শ্বাসকষ্ট এর সমস্যায় ভুগছেন। এসময় ড্যাব নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সাজিদ, ডাঃ আবির, ডাঃ রাকিবুজ্জামান, ডাঃ শিমুল, ডাঃ রিফাত ও ডাঃ তালহা।
উল্লেখ্য, ২০১২ সালের এপ্রিলের ৩ তারিখ মিরাজ খান ঢাকা মিরপুর ১ নং হতে এবং ২০১২ আগস্টের ২৪ তারিখ ফিরোজ খান কালু চিটাগং ডাবলমুড়ি থানা হতে নিখোঁজ হন। তারা দুজন আপন ভাই এবং বরিশাল মহানগর ছাত্রদলের নেতা ছিলেন।
তাদের বাসা বরিশাল কলেজ এভিনিউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।