Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

নরসিংদীর বেলাবোতে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ২

নরসিংদী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১:৩৫ পিএম

নরসিংদীর বেলাবো উপজেলায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দিনগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বাবুল মিয়া (৪৫) ও জামসেদ মিয়া (৪০)।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে ফার্নিচার ভর্তি একটি পিকআপভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের পুটিমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা কিশোরগঞ্জগামী অনন্যা সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা বাবুল ও জামসেদ নিহত হন।

এ ঘটনায় অনন্যা সুপার পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় রাত ১০টার দিকে লাশ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ