Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ৯:২৫ পিএম

ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া বাজারে উচ্ছেদ অভিযানে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার(০৩অক্টোবর) বিকেল ৫টায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহেলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহেল জানান, কলাতিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে দীর্ঘদিন যাবত অর্ধশতাধিক বিভিন্ন দোকান-পাট অবৈধভাবে বসিয়ে কিছু স্বার্থান্বেষী ব্যাক্তি ব্যবসা করে ফায়দা লুটে আসছিল। এসব অবৈধ দোকান-পাট থাকায় ভূমি সেবা প্রাপ্তীদের ভূমি অফিসে যাতায়াতে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়া এসব অবৈধ দোকান-পাটের মালিকদের একাধিকবার তাদের দোকান-পাট অন্যত্র সড়িয়ে নেয়ার জন্য সতর্ক করলেও তারা এতে কোন কর্নপাত করেননি। তাই জনস্বার্থে ভূমি অফিসের সামনে অবৈধভাবে গড়ে উঠা দোকান-পাটগুলোকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ের নাজির রাজিব দত্ত ও অফিস সহকারী মোঃ জিল্লুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ অভিযান

১৮ অক্টোবর, ২০২২
২৫ ফেব্রুয়ারি, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২১
১৬ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ