Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রক্তের রাজনীতি করে নেতা হওয়া যায় না: মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ১২:১২ পিএম

ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সমাজে হিংসা-বিদ্বেষ ছড়িয়ে রক্তের রাজনীতি করে আর যাই হোক, নেতা হওয়া যায় না। তিনি আরও বলেন, সবাইকে নিয়ে চলতে না পারলে নিজেকে ভারতীয় বলা যায় না। বুধবার ময়দানে গান্ধীর মূর্তির পাদদেশে মোহন দাস করম চাঁদ গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে মমতা এসব কথা বলেন। তবে তিনি সরাসরি কারও নাম উচ্চারণ করেননি।

বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে মমতার এই বক্তব্যের মূল লক্ষ্য কেন্দ্রের শাসক দল বিজেপি। মঙ্গলবার কলকাতায় অমিত শাহের এনআরসি-ভাষণের পরও কারও নাম না করে মমতা বলেছিলেন, ‘এখানে পূজা দেখতে ও আনন্দ করতে এসো। কিন্তু বিদ্বেষ ছড়াতে বা ঐক্য ভাঙতে এসো না।’

মুখ্যমন্ত্রী নিজেই প্রশ্ন তোলেন, দেশের নেতা কেমন হবেন? তার পর বলেন, ‘সবাই দেশনেতা হতে পারেন না। যিনি সমাজের সব জাত, ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারেন। মহাত্মা গান্ধীই আমাদের আদর্শ দেশনেতা।

গান্ধীর জীবনাদর্শের উল্লেখ করে তিনি বলেন, ‘তার অহিংসা, শান্তি ও মৈত্রীর বাণী নিয়ে আমরা পথ চলব। তার উপদেশ মেনেই আমরা চলব। অন্য কারও উপদেশ প্রয়োজন নেই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ