Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে পুলিশের হাতে কামড় দিয়ে মাদক ব্যবসায়ীর পালানোর চেষ্টা!

লালপুর ( নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৪১ পিএম

নাটোরের লালপুর থানার পুলিশের হাতে কামড় দিয়ে মাদক ব্যাবসায়ীর পালানোর চেষ্টা কালে ইয়াবা ও হিরোইনসহ মোজাফফর হোসেন ফিরোজ ( ৩৫)কে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) লালপুর থানার সামনে লালপুর-বাঘা সড়কে সিএনজি তল্লাশি করে তাকে আটক করা হয়। আটককৃত ফিরোজ লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্যের ভাই ও দক্ষিন লালপুর এলাকার মৃত নাদের ব্যাপারির ছেলে।
থানা সূত্রে জানা গেছে, সোমবার লালপুর থানা পুলিশের একটি দল লালপুর - বাঘা সড়কে থানার সামনে চেকপোষ্ট বসিয়ে সিএনজি তল্লাশী করতে থাকে। রাজশাহীর বাঘা থেকে আসা একটি সিএনজি তল্লাশীর সময় ২ জন যাত্রী পালানোর চেষ্টা করলে এস আই সেলিম তাদেরকে ধরার চেষ্টা করে। এ সময় যাত্রীবেশী মাদক ব্যবসায়ী তাকে ফিরোজ এসআই সেলিম এর হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। তার সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় মাদক ব্যবসায়ী মোজাফফর হোসেন ফিরোজ ( ৩৫)কে আটক করলেও অপরজন পালিয়ে যায়। কামড়ে আহত এসআই সেলিম লালপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে লালপুর থানায় মামলা হয়েছে। মামলা নং ৫৬, তাং ৩০/০৯/১৯।
এ ব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ