Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

বাংলাদেশ

ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সামনেই বিশ্বকাপ বাছাই। তার আগে অংশগ্রহনেচ্ছু দলগুলোর জন্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করে ফিফা। আর তাতেই ভুটানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের জয়টি ৪-১ গোলের।
সন্ধ্যায় ম্যাচ। তবে দুপুর থেকেই ভারি বর্ষন অনেকটাই শঙ্কা ফেলে দিয়েছিল ম্যাচকে। তবে বিকেল থেকে বৃষ্টি থেমে যাওয়ায় ম্যাচটি গড়া নির্ধারিত সময়েই। তবে কাঁদা পানির মাঠে শুরু থেকে আক্রমনাত্মক খেলতে থাকে বাংলাদেশ। মুহুর্মুহু ভুটানের রক্ষন সীমানায় বল নিয়ে আক্রমণ শানাতে থাকেন মোহাম্মতদ ইব্রাহিম, বিপলু আহমেদরা। সাত মিনিটে বাঁ প্রান্ত দিয়ে সাদ উদ্দিনের মাইনাসে বক্সের মধ্যে বল পান বিপলু আহমেদ। কিন্তু পিচ্ছিল মাঠে তিনি শট নিতে পারেননি। মিনিট তিনেক পর এবার ব্যর্থ হন বিপলু আহমেদ। তবে ১২ মিনিটে কাক্সিক্ষত সেই গোলের দেখা পায় বাংলাদেশ। সাদ উদ্দিনের শট কর্নারে বল পেয়ে ক্রস করেন জামাল ভূইয়া। উড়ন্ত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান নবীব নেওয়াজ জীবন (১-০)। ৩২ মিনিটে বক্সের বাইরে থেকে জামাল ভূঁইয়ার নিখুত ফ্রি কিক শুয়ে ইয়াসিন খান যে হেড করেন। কিন্তু ভুটানের গোলকিপার জাম্ফেল বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন। মিনিট সাতেক পর চোখ ধাঁধানো গোলে ব্যবধান দ্বিগুন করেন সেই জীবন। ডান প্রান্ত দিয়ে বক্সের বাইরে থেকে মোহাম্মদ ইব্রাহিমের ডান পায়ের ক্রসে জীবনের ভলি ফের জালে জড়িয়ে যায় (২-০)। তবে দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে মাঠে নামে ভুটান। ম্যাচের ৫১ মিনিটে বাংলাদেশের দুর্বল রক্ষণভাগের সুবিধা তুলে নেন দরজি। তার বুদ্ধিদীপ্ত গোলে ব্যবধান কমায় ভুটান (১-২)। ৭৩ মিনিটে সোহেল রানা বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। ভুটানের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। ডানপ্রান্ত দিয়ে বল পেয়ে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন বিপলু আহমেদ (৩-১)। ৮০ মিনিটে ডান প্রান্ত দিয়ে বিপলুর কাছ থেকে বল পেয়ে আলতো শটে ভুটানের গোলকিপার জাম্ফেলকে পরাস্ত করেন বদলী মিডফিল্ডার রবিউল হাসান (৪-১)। শেষে এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ