Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারফিউ উঠিয়ে নিলে কাশ্মিরে রক্তের বন্যা বয়ে যাবে : ইমরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ৭:৫৪ পিএম

ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে যে অমানবিক কারফিউ জারি করে রাখা হয়েছে তা তুলে নেয়া হলে সেখানে রক্তগঙ্গা বয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
গতকাল শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেয়ার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ সময় কারফিউ জারির মাধ্যমে জম্মু-কাশ্মিরে ভারত যে অচলাবস্থা তৈরি করে রেখেছে তার নিন্দা করেন ইমরান খান
কাশ্মিরের জনসংখ্যা ৮০ লাখ উল্লেখ করে ইমরান খান প্রশ্ন করেন, ৮০ লাখ জনসংখ্যার অঞ্চলে নয় লাখ ভারতীয় সেনা মোতায়েনের কী প্রয়োজন থাকতে পারে? নারী শিশু এবং অসুস্থ লোকজনকে পশুর মত খাঁচা-বন্দী করে রাখা হয়েছে।
এ সময় আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কাশ্মির থেকে কারফিউ তুলে নেয়ার পর সেখানে রক্তগঙ্গা বয়ে যেতে পারে। ভারতের এই অমানবিক কারফিউয়ের কারণে কাশ্মিরের জনগণ অস্ত্র হাতে তুলে নিতে পারে। ভাষণে কাশ্মির উপত্যকা থেকে ভারতীয় বাহিনীর অমানবিক কারফিউ প্রত্যাহার এবং বন্দীদের মুক্তি দেয়ার আহ্বান জানান ইমরান খান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মিরের জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ব্যাপারে প্রস্তাব পাস হয়েছিল, এ কথা মনে করিয়ে দিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, সে প্রস্তাব জাতিসংঘকেই বাস্তবায়ন করতে হবে। নইলে দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ হলে তার পরিণতি সারাবিশ্বকে ভোগ করতে হবে।



 

Show all comments
  • Miah Muhammad Adel ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১১:০২ পিএম says : 0
    Bravo! PM Mr Imran Khan, the fighter for justice.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মির


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ