মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেয়া বক্তব্য ভাইরাল হয়েছে। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি এই বক্তব্য দেন। পঞ্চাশ মিনিটের দীর্ঘ এই বক্তব্যে তিনি চারটি মৌলিক বিষয় নিয়ে কথা বলে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। গ্লোবাল ওয়ার্মিং, মানি লন্ডারিং, ইসলামোফোবিয়া ও কাশ্মীর- এই চারটি বিষয় নিয়ে কথা বললেও প্রসঙ্গক্রমে আরও অনেক বিষয় উঠে এসেছে। সবচেয়ে বেশি কথা বলেছেন কাশ্মীর নিয়ে।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যের প্রশংসায় করছে নেটিজেনরা। তারা ইমরান খানের এই জ্ঞাগর্ভ ও প্রজ্ঞাপূর্ণ বক্তব্যকে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার যথাযথ দিক নির্দেশনা হিসেবে মনে করছেন।
বিশিষ্ট সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ তার ফেইসবুকে লিখেন, ‘জাতিসংঘে ইমরান খানের বক্তৃতা শুনলাম। প্রায় পুরোটাই কাশ্মীরময়। তিনি বারবার বলছিলেন, এজন্যই তিনি জাতিসংঘে এসেছেন। ইমরান খান বলছিলেন, দুইটি পারমাণবিক দেশের মধ্যে যু্দ্ধ শুরু হলে তা সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাই জাতিসংঘের উচিত বিষয়টাতে হস্তক্ষেপ করা। তিনি বারবার জাতিসংঘ রেজুলেশনের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, এটা জাতিসংঘের দায়িত্ব, জাতিসংঘেরও পরীক্ষা। তিনি বললেন, কাশ্মীরে যখন কারফিউ উঠে যাবে তখন কাশ্মীর রক্তে ভেসে যেতে পারে, পুলওয়ামার মতো আরো ঘটনা ঘটতে পারে। ভারত তখন পাকিস্তানকে দায়ী করবে, কিন্তু এতে পাকিস্তানের কোনো দায় থাকবে না, সেটা বিশ্বকে তিনি মনে করিয়ে দিচ্ছেন। রোহিঙ্গা, ইসলাম ফোবিয়া নিয়েও কথা বললেন তিনি। মুসলিম নির্যাতন নিয়ে বিশ্বের নীরবতাকেও জোরালোভাবে তুলে ধরলেন। তার বক্তব্যে বারবার জাতিসংঘ সাধারণ পরিষদের হল জুড়ে তালি শোনা যায়। বিশেষ করে বক্তব্যের সময় তার হ্যান্ড জেশ্চারগুলো ছিলো দেখার মতো। এর আগে রোহানীর ভাষণ শুনেছি, কিন্তু ভাষাগত সীমাবদ্ধতার কারণে বুঝতে কষ্ট হয়েছে।’
‘জাতিসংঘে আপনার বক্তব্য শুনলাম, আপনার দেশের পানির সমস্যা, ইসলামী ফোবিয়া, জঙ্গীবাদ, কাশ্মির জনগনের উপর অত্যাচার, বিজেপির অতীত বর্তমান, মোদীর আমেরিকায় ভিসা বাতিল, পাকিস্তান নিয়ে অপপ্রচার, মিয়ানমারে রোহিঙ্গা নিয়ে সুন্দর বক্তব্য ফুটে উঠেছে, মানসম্মত বক্তব্য ছিল। চীনের ঝিনজিয়াং মুসলিম নির্যাতনের উপর ও আপনার সাহসী বক্তব্য আশা করেছিলাম।’ - ইমরান খানকে উদ্দেশ্য করে লিখেন মীর ইফরান হোসাইন।
ইমরান খানের ছবি শেয়ার করে ক্যাপশনে খাইরুল হাসান লিখেন, ‘কোন রাজনীতিকের বক্তৃতা ৫০ মিনিট ধরে শুনার ধৈর্য্য আর সময় কোনটাই আমার নেই। তবে জাতিসংঘে ইমরান খানের বলা কথাগুলো নিছক কোনো বক্তৃতাই ছিলো না; বরং একটি দিকনির্দেশনাও ছিলো। জমানার এই ক্রান্তিলগ্নে ট্রাম্প, নেতানিয়াহু, জনসন কিংবা মোদী'র মতো .....দের ভীড়ে খানের মতো সুস্থ চিন্তার রাষ্ট্রনায়কেরা এখনও আছেন এটাই বা কম কীসে?
‘পুরো পঞ্চাশ মিনিট বিশ সেকেন্ড ইমরান খানের বক্তৃতা শুনলাম। জাতিসংঘে ইমরান খানের বক্তৃতায় তিনি চারটি বিষয় নিয়ে কথা বলেছেন। ১.গ্লোবাল ওয়ার্মিং ২.মানি লন্ডারিং ৩.ইসলামোফোবিয়া ৪.কাশ্মীর। বক্তৃতার একটা পর্যায়ে তিনি ভারতের জঙ্গী বিমানের বীরত্বপূর্ণভাবে পাকিস্তান সীমান্তের দশটি বৃক্ষ হত্যার কথা বলেন তখন মুহুর্মুহু করতালি শুরু হয়। সেই থেকে শেষ পর্যন্ত কয়েক দফা হাততালি শোনা যায়। ইমরান খান জাতিসংঘকে বলা যায় একটা প্রচ্ছন্ন ওয়ার্নিং দিলেন। বহুদিন বাদে উপমহাদেশে একজন বুকের পাটা ওয়ালা নেতার উত্থান ঘটলো। তাঁর নেতৃত্বের দীর্ঘায়ু কামনা মঙ্গলজনক তাই কামনা করছি।’ - সাইফুল ইসলাম খানের মন্তব্য।
কামাল আহমাদ লিখেন, ‘সমস্ত কন্সপাইরেসি থিউরি জানার পরও ইমরান খানের বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছি। পুরো পঞ্চাশ মিনিটের বক্তৃতা। কোন প্রকার নোট ছাড়াই! সাবলীল কৌশলী উপস্থাপনা। বিষয়ের উপযোগিতা। আমার মনে হল, জাতিসংঘে প্রথম ‘ওয়াজ-মাহফিল!’ যাইহোক, সামনে বিদ্যমান ভারতীয় মহিলা দুজনের চেহারার দিকে তাকিয়ে মায়া লেগেছে। চোখে মুখে কী হতাশা! ভারতীয় মিডিয়ায় শো-র উঠেছে।
‘আল্লাহ তায়ালা আপনাকে এই ন্যায়ের পথে এই যুদ্ধে জয়ী হবার তৌফিক দান করুন। আমিন।’ - লিখেছেন এমডি মাসুদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।