এডিট করা যাবে পাঠানো মেসেজ! অতি প্রয়োজনীয় ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
অ্যাপেল কিংবা টেলিগ্রামের মতো অ্যাপগুলিতে মেসেজ পাঠিয়ে দেয়ার পরও তাতে কোনও ভুল থাকলে এডিট করা
ব্যবহারকারীদের অজান্তেই তাদের ইনস্টাগ্রাম পাসওয়ার্ড চুরি করে অ্যাকাউন্ট হাতিয়ে নিতে নতুন স্ক্যাম আক্রমণ শুরু করেছে সাইবার অপরাধীরা। ব্যবহারকারীদের বোকা বানাতে নতুন কৌশলও নিয়েছে তারা। এ জন্য প্রথমে ব্যবহারকারীদের ই-মেইলে একটি সতর্কীকরণ বার্তা পাঠায় তারা। বার্তায় বলা হয়, গোপনে অন্য কোনো ব্যক্তি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করছে।
নিরাপদ থাকতে দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলাতে নতুন একটি লিংকে ক্লিক করতেও বলা হয়। আর এ বার্তায় থাকা লিংকে ক্লিক করলেই ইনস্টাগ্রামের আদলে তৈরি ভুয়া সাইন ইন পেজ চালু হয়। ব্যবহারকারীদের ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে পেজটিতে প্রবেশ করতে বলা হয়। ইউজার নেইম ও পাসওয়ার্ড দিলেই তা চলে যায় সাইবার অপরাধীদের দখলে। স্ক্যামটি এত নিখুঁতভাবে পরিচালনা করা হয়ে থাকে যে ব্যবহারকারীরা অনেক ক্ষেত্রেই তা শনাক্ত করতে পারে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।