Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উখিয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

কক্সবাজার ব্যুরো ও উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫১ এএম

গাজীপুরে আরো ২ : ক্লু পুলিশের হাতে, জড়িতরা পার 

পাবে না-কক্সবাজার পুলিশ সুপার

কক্সবাজারের উখিয়ার রোকন বড়ুয়া নামে এক কুয়েত প্রবাসীর বাড়িতে ঢুকে তার মা-স্ত্রীসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রতœাপালং ইউনিয়নের পূর্ব রতœা ১নং ওয়ার্ডের বড়–য়া পাড়া এলাকায় এই হত্যাকাÐ ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে ঘরের ভিতর থেকে ৪টি গলাকাটা লাশ উদ্ধার করে উখিয়া মডেল থানা পুলিশ। পুলিশের ধারণা, গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটতে পারে। রোকন বড়ুয়ার বাড়ির আশপাশে শতাধিক বড়ুয়া পরিবারের বসতি অবস্থিত। নিহতরা হলেন, পূর্ব রতœা গ্রামের মৃত প্রবীণ বড়–য়ার স্ত্রী সখি বড়–য়া (৬৫), রোকেন বড়–য়ার স্ত্রী মিলা বড়–য়া (২৪), শিশু রবিন বড়–য়া (৫) ও শিশু সনি বড়–য়া (৬)।
প্রতিবেশীরা জানান, ছেলে রুখেন বড়–য়া কুয়েত প্রবাসী। তাই বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। ছেলের বউ আর নাতি-নাতনি নিয়ে বাড়িতে থাকতেন সখী বড়ুয়া। সকালে কাউকে দেখতে না পেয়ে বাড়ির ভেতরে তালা দেখা যায়। পরে খোলা জানালা দিয়ে উঁকি দিলে বাড়ির বৃদ্ধা সখী বড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে অন্য সদস্যদের দেখতে না পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর জানান, যে বাড়িতে হত্যাকাÐ ঘটেছে, বাড়িটি পাকা বিল্ডিং। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগে থেকে ঘরের ভেতর ঢুকে লুকিয়েছিল। অথবা বাড়ির ছাদের ওপরের দরজা দিয়ে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত চলছে। তবে ঠিক কী কারণে এবং কোন সময়ে তাদের হত্যা করা হয়েছে এ তথ্য জানাতে পারেননি তিনি।
রোকন বড়ুয়ার ভাগনি প্রিয়াঙ্কা বড়–য়া, তার মামা রোকন বড়–য়া ১৫ বছর ধরে কুয়েতে চাকরি করে আয়-রোজগার করছেন। কয়েক বছর পরপর তিনি দেশে এসে কয়েক মাস থেকে আবার কুয়েত চলে যান। দুই মাস আগেও তিনি দেশে এসেছিলেন। ১০ থেকে ১২ দিন আগে তিনি কুয়েত ফিরে গেছেন। রতœাপালং গ্রামে তার একতলা বাড়ি আছে। সেই বাড়িতে থাকতেন রোকন বড়ুয়ার মা সখী বড়ুয়া, স্ত্রী নিলা বড়ুয়া, দুই ছেলে রবীন ও সনি। তিনি বলেন, ‘দুর্বৃত্তরা একে একে চারজনকে গলা কেটে হত্যা করল। কিন্তু কেন এ ঘটনা, কারা ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে, মাথায় আসছে না।’
খবর পেয়ে গতকাল কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন, উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী, র‌্যাবের কর্মকর্তারা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নির্বাহী সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টুসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও ধর্মীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় এসপি এ.বি.এম মাসুদ হোসেন জানান, একটা পরিবারের চারজন সদস্যকে গলা কেটে হত্যা করা হলো, অথচ আশপাশের কোনো লোকজন ঘটনা টের পেল না, তা নিয়ে সন্দেহ আছে। টাকা পয়সার লোভে যদি কেউ ঘরে ঢুকে, তাহলে দুই শিশুকে হত্যা করবে কেন? এই হত্যাকাÐের পেছনে পরিচিত লোকজনের সংশ্লিষ্টতা থাকতে পারে, পুলিশ এই রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।’
ঘটনাস্থল পর্যবেক্ষণ করে ও আলামত দেখে হত্যাকান্ডটি পরিকল্পিত হতে পারে বলে উল্লেখ করে তিনি আরো জানান, অনেক ক্লু ইতোমধ্যে পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এসব ক্লু প্রকাশ করা সম্ভব হচ্ছেনা। তবে এই ঘটনায় কাউকে কোন সুযোগ নিতে দেয়া হবেনা। ঘটনার সাথে জড়িতরা কেউ পার পাবেনা। এদিকে, হত্যাকাÐের নিন্দা জানিয়েছেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান স¤প্রীতি রক্ষা কমিটির সভাপতি প্রন্সিপ্যাল মাওলানা জাফর উল্লাহ ন‚রী।
গাজীপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা
গাজীপুর জেলা সংবাদদাতা জানান, গাজীপুরে মহানগরীর ৪১নং ওয়ার্ডের পুবাইলে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, ওই এলাকার মৃত তারা মিয়ার ছেলে আবুল কালাম (৩৯) ও তার স্ত্রী পুতুল (২৫)। তাদের দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গত বুধবার রাতে পুবাইলের বসুগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, আবুল কালাম ও তার স্ত্রী পুতুল একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের ঘরে প্রবেশ করে দু’জনকে কুপিয়ে হত্যা করে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাÐ ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ