পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নকশি শিল্পী ও শিল্প পুনর্বাসনে জামালপুর জেলায় নির্মাণাধীন শেখ হাসিনা নকশি পল্লীর জন্য ৩০০ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় জামালপুর জেলার সদর উপজেলায় প্রায় ২০৫ একর ও মেলান্দহ উপজেলায় প্রায় ৯৫ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। ৭২২ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে ইতোমধ্যে ১০০ কোটি টাকা ছাড় করা হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মির্জা আজম। বৈঠকে কমিটির সদস্য বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, শাহীন আক্তার, আব্দুল মমিন মÐল, খাদিজাতুল আনোয়ার ও তামান্না নুসরাত (বুবলী) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উত্থাপিত কার্যপত্রে বলা হয়েছে, প্রায় ৭৭২ কোটি টাকার শেখ হাসিনা নকশি পল্লী স্থাপন প্রকল্পটি গত বছরের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন হয়। এরপর পরিকল্পনা বিভাগ চলতি বছরের ১৪ মে প্রকল্পটির জিও (সরকারি আদেশ) জারি করে এবং ২১ মে বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন দেয়। ইতোমধ্যে প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি মির্জা আজম সাংবাদিকদের বলেন, পুনর্বাসনের অভাবে হারিয়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পী ও শিল্প। তাই ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব শিল্পীকে একই ছাদের নিচে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য শেখ হাসিনা নকশি পল্লী স্থাপনের প্রকল্প নেয়া হয়েছে। কমিটির পক্ষ থেকে এই প্রকল্পটির কাজ দ্রæত শেষ করার তাগিদ দেয়া হয়েছে।
কমিটি সূত্র জানায়, বৈঠকে শেখ হাসিনা নকশি পল্লী ছাড়াও শেখ হাসিনা বিশেষায়িত জুটমিল, শেখ হাসিনা সোনালি আঁশ ভবন, শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সোনালি ব্যাগ প্রকল্প ও ভিসকস প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। কমিটির পক্ষ থেকে প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।