Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

শ্যুটার সাবরিনা’কে বিওএ’র অনুদান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ৮:৩২ পিএম

জাতীয় দলের সাবেক তারকা শ্যুটার সাবরিনা সুলতানা মেরুদন্ডের সমস্যাজনিত রোগ নিউরোমাইলেটিস অপটিকাতে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকায় তিনি বিশিষ্ট নিউরো চিকিৎসক ডা: ফিরোজ আহমেদ কেরায়েশীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যাওয়ায় তিনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন না। সাবরিনা’র উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) তাকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে। মঙ্গলবার বিকেলে বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা খ্যাতিমান শ্যুটার সাবরিনা সুলতানার স্বামী সাইফুল আলম রিংকি’র হাতে অনুদানের ৫ লাখ টাকার চেক তুলে দেন। এসময় বিওএ মহাসচিব সাবেক তারকা শ্যুটারের শারীরিক সুস্থতা কামনা করে সাবরিনা’র চিকিৎসার খোঁজ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ