Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে ইবিতে বিক্ষোভ

ইবি রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৩২ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্তির দাবিতে বিদ্রোহীগ্রুপের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার দুপুর ২ টায় তারা এ মিছিল করে। মিছিলে ক্যাম্পাসে সম্পূর্ণভাবে বহিরাগতদের প্রবেশ নিষেধ ও মুক্তজ্ঞান চর্চার দাবি করেন তারা।

জানা যায়, ক্যাম্পাসকে অস্থিতিশীলতা করার জন্য ছাাত্রলীগের একাংশ সর্বত্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন বিদ্রোহীগ্রুপের নেতা-কর্মীরা। এর প্রতিবাদে পদবঞ্ছিত গ্রুপ বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ছাত্রলীগের দলীয়ো ট্রেন্ট থেকে বাহির হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে মিলিত হয়। পবের্তীতে তারা ৫ সদস্য বিশিষ্ট কমিটি ভিসি বরাবর সাথে দেখা করতে যান। এসময় উপস্থিত ছিলেন, ফয়সাল সিদ্দিক আরাফাত, মিজানুর রহমান লালন, তৌকির মাহফুজ মাসুদ, জুবায়ের আল মাহমুদ ও তাসনিম তারিক। এসময় তারা বিশ^বিদ্যালয়ের প্রশাসন ও বর্তমান ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে। ইবি শাখার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবুসহ ৬ নেতার বিরুদ্ধে মামলা করেছে বলে অভিযোগ করেন প্রশাসনের কাছে। এসময় ইবি শাখার সাবেক কমিটির সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিক আরাফাত বলেন, ‘ আমাদের নেতা কর্মীদের কে হয়রানি করার জন্য মামলা করা হচ্ছে। ক্যাম্পাসে স্বাধীনভাতে রাজনীতি করার জন্য বাধা হয় দাড়িয়েছে নামধারী একাংশ ছাত্রলীগ। এসকল ব্যক্তিদের বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশানসের কাছে জোর দাবি জানাচ্ছি।’

প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, ‘বিশ^বিদ্যালয়ের প্রশাসন কোন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করতে পারে না। কে বা কারা মামলা করেছে এ ব্যাপারে আমি কিছুই জানি না। প্রশাসনের বিরুদ্ধে যে আভিযোগটি আনা হয়েছে এটি সম্পূর্ণ মিথা এবং বানোয়াট।’

ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘ ক্যাম্পাসে ছাত্রলীগের কোন নেতা-কর্মীর বিরুদ্ধে যদি কেউ মামলা করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করবো। আমার কোন শিক্ষার্থীদের ওপর মামলা হবে তা আমি চাই না। যারা ক্যাম্পাসকে অস্থিতিশীলতা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থ নেওয়া হবে। সেই সাথে বিশ^বিদ্যালয় থেকে বহিরাগতদের মুক্ত করা হবে। এর জন্য প্রশাসন নিরলশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অতিদ্রুত ক্যাম্পসে সকল প্রকার বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ