বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের কাপাসিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে মুসলমান ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় সুমন দাস (৩০) নামে এক ঋষি যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২১ সেপ্টেম্বর শনিবার সকালে কাপাসিয়া বাজারে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশ আহত অবস্থায় তাকে আটক করেন। সে উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও গ্রামের ঋষি পাড়ার রুহি দাসের পুত্র।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমন দাস তার ‘সুমন কাপাসিয়া’ ফেসবুক ভেরিফাইড আইডিতে মুসলমান ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ায় গত কয়েকদিন যাবত ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার সকালে সুমন দাস কাপাসিয়া বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান ‘সুমন টেলিকমে’ আসার পর শত শত জনতা তাকে ঘেরাও করে গণপিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।