Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআইসহ নিহত ৪

গোপালগঞ্জ সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৩৬ এএম

গোপালগঞ্জ সদরে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার শোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ পুলিশলাইনের উপপরিদর্শক আবদুর রশিদ, নাজিরপুরের নারায়ণ হাওলাদারের ছেলে বিজন হাওলাদার (২৫), ওই বাসচালকের সহকারী রাসেল (২৪) এবং যশোরথ মণ্ডলের ছেলে কমল মণ্ডল (২৫)। আবদুর রশিদ ছাড়া অন্যদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জানে আলম জানান, ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল।

ভোর ৪টার দিকে উপজেলার শোনাশুর নামক স্থানে পণ্যবাহী একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-৭০৮৪) পেছনে এসে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন এবং আহত হন ১৩ জন। পরে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

অন্যদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

Show all comments
  • somsu miah ২১ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৫৭ পিএম says : 0
    it is sad, road accident is getting worse in bangladesh, is anyone really care? who is next? ask your self this, its could be anyone, police officer and others who died in this tragedy, who is to blame?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ