Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিস্তার পানি কমেছে

নীলফামারী সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

তিস্তা নদীর পানি নীলফামারী ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে কমেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। উজানের ঢলে বুধবার(১৮ সেপ্টেম্বর) সকাল ৬ টায় নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর থেকে পানি কমতে শুরু করলে সকাল ৯ টায় ১৮ সেন্টিমিটার এবং দুপুর ১২টায় ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সন্ধ্যা ৬ টায় বিপদসীমার নিচে নেমে আসে। বুধবার সকাল বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপরে চলে যাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিমছাতনাই, পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৫টি গ্রামে প্রায় ৮ হাজার পরিবার প্লাবিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিস্তার পানি

২০ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ