মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশের সর্বাত্মক অবরেধে চলতি বছরের মার্চ পর্যন্ত কাতার এয়ারওয়েজের ৬৩ কোটি ৯ লাখ ডলার ক্ষতি হয়েছে।
উপসাগরীয় বিমান সংস্থাটির প্রধান কয়েকটি বাজার হচ্ছে- সংযুক্ত আরব আমিরাত, সউদী আরব, বাহরাইন ও মিসর। গত ২০১৭ সালের জুন থেকে কাতারের বিরুদ্ধে অর্থনৈতিক বয়কট আরোপ করে এসব দেশ।-খবর এএফপির
ইরানের সঙ্গে সম্পর্ক ও কয়েকটি উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের দায়ে কাতারকে একঘরে করে রাখে সউদী নেতৃত্বাধীন উপসাগরীয় দেশগুলো। যদিও কাতার এসব অভিযোগ করে আসছে।
এসব দেশ নিজেদের আকাশপথ, সীমান্ত ও মার্কেটে কাতারকে নিষিদ্ধ করে। এরপর থেকে কাতার এয়ারওয়েজের প্রতিকূল সময় শুরু হয়।
উপযুক্ত রুট বন্ধ হওয়া, অতিরিক্ত জ্বালানি খরচ ও বিদেশি লেনদেনে ওঠানামার কারণে কাতারি বিমান সংস্থাটিকে এ ক্ষতি গুনতে হয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অবৈধ অবরোধ আরোপের পর থেকে ৩১টি নতুন গন্তব্য চালু করেছে তারা। এ ছাড়া তাদের বহরে ২৫টি নতুন বিমান যোগ হয়েছে। কাজেই ২০১৯ সালের মার্চে আড়াইশটি নতুন উড়োজাহাজকে স্বাগত জানিয়েছে তারা।
বছরখানেক আগে একই সময়ে উপসাগরীয় ক্ষুদ্র দেশটির জাতীয় বিমান সংস্থা ছয় কোটি ৯ লাখ ডলার ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হয়েছিল।
এমন একসময় এই কঠিন অবরোধের মুখোমুখি হতে হয়েছে দেশটিকে, যখন ২০১৬-১৭ সালে তাদের লাভ ২২ শতাংশ বেড়ে গিয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।