Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা দিচ্ছেন কিডনি প্রতিস্থাপনে সাহায্য কামনা মুক্তার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

স্বামীর সান্নিধ্যে শ্বশুরবাড়িতে যখন সুখে জীবনযাপন করার কথা তখন খাদিজা খাতুন মুক্তার দিন কাটছে হাসপাতালের বিছানায়। কারণ তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ১৪ মাস ধরে তার চিকিৎসায় নিঃস্ব হয়ে গেছে পরিবার। দুই পুত্র ও একমাত্র মেয়ের মা জাহানারা বেগম তার এইচএসসি পাস মেধাবী কন্যার জীবন বাঁচাতে দান করার সিদ্ধান্ত নিয়েছেন নিজের একটি কিডনি। আগামীকাল শুক্রবার রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হসপিটাল-এ মুক্তার কিডনি প্রতিস্থাপন করা হবে। এর জন্য ব্যয় হবে কয়েক লাখ টাকা।
জমিজমা বিক্রি করে নিঃস্ব পরিবারটির পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এছাড়াও মুক্তাকে হাসপাতালে থাকতে হবে আরো কয়েক মাস, যার খরচ বহন পরিবারটির পক্ষে বোঝার ওপর শাকের আঁটি।
এ অবস্থায় হৃদয়বান মানুষ, সংস্থা ও সমাজের জনদরদীদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহŸান জানিয়েছেন মুক্তার বাবা গোলাম মোস্তফা সরকার। সাহায্য পাঠানোর ঠিকানা : খাদিজা খাতুন মুক্তা, একাউন্ট- ৪২০৪৪০১০১০৯০৭ সোনালী ব্যাংক ধানঘরা শাখা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। বিকাশ নং : ০১৭৬১৫৪২৮৮৬।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিডনি

২৩ জানুয়ারি, ২০২৩
২৫ ফেব্রুয়ারি, ২০২২
৩ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ