পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মানে বিনিয়োগ সেবার মান আরো বৃদ্ধি করতে হবে। গতকাল বিডার ৬০ তম নির্বাহী পরিষদের সভায় এ কথা বলেন তিনি। সভায় ৫৯ সভার কার্যবিবরণী পর্যালোচনা এবং সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও রেমিটেন্স, রয়্যালটি, টেকনিক্যাল নো- হাউ, আদার টেকনিক্যাল ফি, প্রত্যাবাসন প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।
সিরাজুল ইসলাম বলেন, গত দশবছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে আমাদের সকলকে এক সাথে কাজ করে যেতে হবে। উন্নত বাংলাদেশ বিনির্মানে বিনিয়োগ সেবার মান বৃদ্ধির কোন বিকল্প নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।