বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়ায় দিন দুপুরে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হত্যা চেষ্টার অভিযোগে এক সন্ত্রাসীকে একটি বিদেশী ধারালো ছুরিসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে ছাগলনাইয়া পৌরসভার মধ্যম মটুয়া একাডেমী স্কুল সড়কে। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা (নং-১৬) দায়ের করে। ধৃত সন্ত্রাসী ছাগলনাইয়া পৌরসভার দক্ষিন সতর গ্রামের রাজা মিয়া হাজী বাড়ীর মৃত ইদ্রিস মিয়ার পুত্র মোঃ সিরাজ উল্ল্যাহ (৪৮) কে গতকাল মঙ্গলবার পুলিশ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করেন। মামলার বিবরণ ও এলাকাবাসী জানায়, পরশুরাম উপজেলার মনিপুর গ্রামের প্রবাসী মাঈন উদ্দিনের স্ত্রী জেসমিন আক্তার (৩৫) দীর্ঘদিন যাবত তার একমাত্র কন্যা মাহিলাকে (৭ মাস) নিয়ে একাডেমী স্কুল সড়কে নিশা টাওয়ারে ২য় তলা ভাড়া বাসায় থাকতো। ঘটনার দিন বিকেলে আসামী সিরাজ উল্ল্যাহ মুখোশপরে কলিং বেল দিয়ে জেসমিনের ঘরে প্রবেশ করে তাকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে । এ সময় সিরাজ উল্ল্যাহ ধারালো ছুরি দিয়ে জেসমিন আক্তারকে হত্যার উদ্দেশ্যে তার গলায় আঘাত করে গুরুতর আহত করে। জেসমিন আক্তারের আত্মচিৎকারে পাশের বাসার লোকজন এগিয়ে এসে সিরাজ উল্ল্যাহকে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।