মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী গতকাল রোববার বলেছেন, রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার দ্বিতীয় চালান তুরস্কে পৌঁছেছে। তিনি জানান, ২০২০ সালের এপ্রিল মাসে এই প্রতিরক্ষাব্যবস্থাকে পুরোপুরি সক্রিয় ও কার্যকর করা হবে। রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা তুরস্কের কেনা নিয়ে আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ন্যাটোর প্রতিরক্ষা নীতির সাথে এস-৪০০ কেনা সঙ্গতিপূর্ণ নয় এবং লকহিড মার্টিনের এফ-৩৫ ‘স্টিলথ’ যুদ্ধবিমানের জন্যও হুমকিস্বরূপ।
এস-৪০০ ক্রয়ের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি সত্ত্বেও জুলাই মাসে প্রতিরক্ষাব্যবস্থাটির প্রাথমিক যন্ত্রাংশগুলো আঙ্কারায় পৌঁছে দেয়া হয়েছিল। তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বহিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে আঙ্কারা এখন পর্যন্ত ওয়াশিংটনের সতর্কতাকে বাতিল করে দিয়েছে।
এক বিবৃতিতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আঙ্কারায় এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার দ্বিতীয় চালান সরবরাহ সম্পন্ন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।