Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ ফ্লাইটে আজ দেশে ফিরছেন বাকি হাজিরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৩৮ এএম

শেষ ফ্লাইটে আজ রোববার দেশে ফিরছেন অবশিষ্ট হাজিরা। পবিত্র হজ পালন শেষে গত ১৭ আগস্ট শুরু হয় ফিরতি হজ ফ্লাইট। গতকাল শনিবার রাত পর্যন্ত হাজিদের নিয়ে দেশে ফেরে ১৫টি ফ্লাইট। এসব ফ্লাইট ছিল বাংলাদেশ বিমানের ছয়টি। বাকি ৯টি ফ্লাইট সৌদি এয়ারলাইন্সের।

গত ৪ জুলাই শুরু হয় এ বছর হজের প্রথম ফ্লাইট। হজে যাওয়ার শেষ ফ্লাইট ছিল ৫ আগস্ট। হজ শেষে দেশে ফেরার প্রথম ফ্লাইট শুরু হয় ১৭ আগস্ট। আজ আসছে শেষ ফ্লাইটটি।

এ বছর পবিত্র হজ পালন করতে ৩৭১টি হজ ফ্লাইটে এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরব যান। হজ ব্যবস্থাপনার সদস্যসহ সৌদি আরব যান মোট এক লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী। হজ অফিস সূত্র জানায়, এ পর্যন্ত ১৭ জন নারীসহ মোট ১১৭ জন হজ যাত্রী সৌদি আরবে মারা গেছেন। মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও জেদ্দায় দুইজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ