বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম শরিফ। শনিবার সকাল ৮টায় লালমোহন চৌরাস্তা মোড়ের দত্তপাড়া রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শরিফ লালমোহন হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র ও লালমোহন পৌরসভার গুচ্ছগ্রামের আবুল কাশেমের ছেলে।
এদিকে এ ঘটনায় উত্তেজিত জনতা ও শরিফের সহপাঠীরা বাজারে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে। ঘটনার পর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
লালমোহন থানার ওসি মীর খাইরুল কবীর জানান, শরীফ বাইসাইকেল চালিয়ে উপজেলার পূর্ব দিক থেকে বাড়ি যাচ্ছিল।
এ সময় চরফ্যাশন থেকে ভোলাগামী দ্রুতগতির গুলজার পরিবহনের বাসটি তার মাথায় চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ছাত্রের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গুলজার বাসটি বোরহানউদ্দিনের দালালবাজারে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।