মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাশ্মীর ইস্যু নিয়ে প্রতিবেশী ভারতের সাথে ক্রমাগত উত্তেজনা বিরাজ করছে পাকিস্তানের। এরই মাঝে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র ও সউদী আরব সফরে যাচ্ছেন। চলতি মাসের শেষের দিকে তিনি এই সফর করবেন বলে জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী গনমাধ্যম পাকিস্তান টুডে।
গনমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র সফরে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুইবার সাক্ষাৎ করবেন ইমরান খান। প্রথমবার এক সঙ্গে লাঞ্চ করবেন। দ্বিতীয় চা চক্রে দেখা হবে তাদের। এছাড়া, সেখানে আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খান জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানি প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম ভাষণ।
এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক বিবৃতিতে জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার বক্তব্যে তিনি কাশ্মীর ইস্যুকে গুরুত্ব দেবেন।তবে যুক্তরাষ্ট্র সফরের আগেই সউদী আরব সফরে যাবেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর এ নিয়ে তৃতীয়বারের মতো মধ্যপ্রাচ্যের দেশ সউদীতে সফরে যাচ্ছেন তিনি। এছাড়া, গত জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যুক্তরাষ্ট্রও সফরে করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।