মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবার সতর্ক করে বলেছেন, অধিকৃত পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ অংশের সম্প্রসারণে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র পরিকল্পনা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। খবর এএফপি’র।
এক বিবৃতিতে গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, ‘এ ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করা হলে তা হবে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন।’
তিনি বলেন, ‘তাদের এ ধরনের পদক্ষেপ ফের আলোচনা শুরুর এবং আঞ্চলিক শান্তির সম্ভাবনার জন্য ক্ষতিকারক হবে। এছাড়া এটি দ্বি-রাষ্ট্র সমাধান নীতির সম্ভব্যতার জন্যও মারাত্মক ক্ষতির কারণ হবে।’
ইসরাইলের আগামী সপ্তাহের নির্বাচনে বিজয়ী হতে পারলে দেশটির এলাকা জর্ডান উপত্যকা ও উত্তরাঞ্চলীয় ডেড সী পর্যন্ত সম্পসারণের বিতর্কিত প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতানিয়াহু।
দেশটির নির্বাচনের আগে মঙ্গলবার রাতে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করায় আরব দেশগুলোর পক্ষ থেকে দ্রুত নিন্দা জানানো গুতেরেসের মতো স্থবির হয়ে পড়া ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার খারাপ পরিণতির ব্যাপারে সতর্ক করা হয়। সূত্র: বাসস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।