গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর উত্তরায় সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে দুদকের পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী মারা গেছেন। তার নাম তানিয়া ইশরাত।
রাজধানীর উত্তরা পূর্ব থানার ওসি নূরে আলম সিদ্দিক তানিয়া ইশরাতের মৃত্যু খবর নিশ্চিত করেছেন।
নূরে আলম জানান, তানিয়া ইশরাত সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন তিনি।
এর আগে, বুধবার দিবাগত রাতে দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফে উত্তরার ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের বাড়িতে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। ৬ তলা বাড়ির দোতলায় আগুন লাগার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলেন। তবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।