বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় আব্দুর রাজ্জাক হাওলাদার (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সারে ৭টার দিকে উপজেলার মিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন। সে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকার সরদার পাড়ার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রাফিন-সাফিন পরিবহনের (খুলনা মেট্রো-ব-১১-০০৯৯) গাড়িটি মিলবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটম ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষ হয়। এতে টমটমের যাত্রীরা প্রানে বাঁচলেও মোটরসাইকেল চালক রাজ্জাকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিলবাড়ী এলাকার বেলতলা নামক স্থানে খালে পাইলিং দেওয়ার জন্য মাটি কেটে মহাসড়কের উপরে উঠিয়ে রাখে ঠিকাদারের লোকজন। স্থানীয়রা বিষয়টি ঠিকাদারকে একাধিকবার জানালেও তাতে কর্নপাত করেননি ঠিকাদার। তাই মহাসড়ক সংকুচিত হওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।