Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ককটেল বিস্ফোরণ, পুলিশের গুলি

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৪৬ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলেজে রোডে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির দুই গুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৯ জন কমবেশি আহত হয়েছেন। রণি নামে এক কর্মীর পায়ে ইট লেগে আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ দুই রাউন্ড গুলি ছুড়েছে। এ ঘটনায় পুলিশ ফারুক নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে। সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকদের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপির নতুন জেলা আহবায়ক কমিটিতে কালীগঞ্জ উপজেলার ৬ নেতা স্থান পেয়েছেন। তাদের নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ শহরের কলেজ রোডে সভার আয়োজন করা হয়। সভা চলাকালীন সময়ে সাবেক এমপি বেল্টু গ্রুপের সমর্থকরা আতর্কিত হামলা চালায় বলে ফিরোজ গ্রুপের লোকজন অভিযোগ করেন। খবরের সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, সংঘর্ষ থামাতে পুলিশ দুই রাউন্ড গুলি ছুড়েছে। এ সময় একজনকে আটক করা হয় বলেও ওসি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ