বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে সরকারি দলের সমর্থক মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘটে অচলাবস্থা নেমে এসেছে। দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রামসহ ১৪ জেলায় গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল করছে না। রোববার সকাল থেকে শুরু হওয়া এই অনির্দিষ্টকালের ধর্মঘটের আওতায় থাকা জেলাগুলোর সঙ্গে কার্যত বন্ধ হয়ে গেছে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ। গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় নগরীতে চরমদুর্ভোগে পড়েছে কর্মজীবী মানুষ ও স্কুল কলেছের শিক্ষার্থীরা। এই সুযোগে রিকশা অটোরিকশা গলাকাটা হারে ভাড়া আদায় করছে। পণ্য নিয়ে কোনো পরিবহন চট্টগ্রামের বাইরে যাচ্ছে না এবং আসতেও পারছে না।
বিআরটিএ ও পুলিশের হয়রানি বন্ধসহ নয় দফা দাবিতে ‘চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের’ ডাকে ভোর ৬টা থেকে এই ধর্মঘট চলছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে আছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা মঞ্জুরুল আলম মঞ্জু। তিনি সাংবাদিকদের বলেন, গত ৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে নয় দফা দাবি মানতে তিনদিন সময় বেঁধে দিয়েছিলাম। তিনদিনের মধ্যে প্রশাসনের কেউ যোগাযোগ করেনি। এজন্য আমরা ধর্মঘট করছি। চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলা, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়াসহ ১৪ জেলায় একযোগে গণ ও পণ্যপরিবহন বন্ধ আছে। ৯ দফা দাবির মধ্যে রয়েছে- কাগজপত্র হালনাগাদে বিআরটিএর কার্যক্রমে ভোগান্তির নিরসন, টোকেন বাণিজ্য বন্ধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত ওয়েট স্কেল দুটির পরিচালনার দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান এবং তল্লাশির নামে হয়রানি বন্ধ করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।