Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় ৪’শ বছরের ঐতিহ্যবাহী চাঁদগাজী ভূঞাঁ মসজিদ

ছাগলনাইয়া সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৫৯ এএম

ফেনীর প্রাচীন যে কয়টি নিদর্শন আছে তার মধ্যে চাঁদগাজী ভূঞা জামে মসজিদটি অন্যতম। চাঁদগাজী ফেনীর পূর্বভাগে ছাগলনাইয়া ও ত্রিপুরা রাজ্যের সীমান্তে একটি বহুল প্রচলিত জনপদ। মুঘল আমলে চাঁদগাজী ভূঞা ছিলেন এলাকার প্রভাবশালী ব্যক্তিত্বও জমিদার । তিনি ছিলেন বার ভূঁঞাদের কোন এক বংশের উত্তর সূরী । চাঁদগাজী ভূঁঞা মেঘনা তীরবর্তী অঞ্চল থেকে লোক লস্কর নিয়ে এখানে আসেন এবং বসতি স্থাপন করেন। মোঘল রাজত্বকালে চাঁদগাজী ভূঞা ত্রিপুরা রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে এখানে প্রাধান্য প্রতিষ্ঠা করেছিলেন। অন্য এক মত অনুযায়ী, তিনি ছিলেন একজন সাধক পুরুষ। চাঁদগাজী ভূঁঞা ফেনীর পূর্বাঞ্চলে ত্রিপুরা রাজ্যের সীমান্তে একজন সামস্থ শাসক বা জমিদার ছিলেন বলে জনশ্রুতি রয়েছে। তাঁর নামানুসারে ছাগলনাইয়া উপজেলা সদর দপ্তরের অদূরে চাঁদগাজী বাজার প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় ৪শ বছর আগে ১১২২হিজরী (তথা ১৭১২-১৩খ্রী:) মহামায়া ইউনিয়নে মাটিয়াগোঁধা গ্রামে চাঁদগাজী ভূঁঞা মসজিদটি নির্মাণের সমাপ্তিকাল হিসাবে উল্লেখ রয়েছে। উক্ত নামফলকে আরবী ভাষায় “বিসমিল্লাহির রহমানির রাহিম”এবং লাইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদাই করা আছে। মুসলমানরা তাঁদের ধর্মীয় প্রয়োজনে নব বসতি অঞ্চলে মসজিদ নির্মাণ করতো।

মাটিয়াগোঁধা গ্রামের চাঁদগাজী ভূঁঞা মসজিদ সম্ভবত ফেনী অঞ্চলের প্রাচীন পাকা মসজিদ। তবে সে সময়ে একটি পাকা মসজিদ নির্মাণ ছিল বিরাট ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ব্যাপার। মধ্যযুগীয় রীতি অনুযায়ী নানা কারুকার্য খচিত চাঁদগাজী ভূঁঞা জামে মসজিদটি চুন,সুড়কী ও ক্ষুদ্র ক্ষুদ্র ইট দিয়ে তৈরী, মসজিদের দেওয়ালগুলো বেশ চড়া। ২৮ শতক জমির ওপর নির্মিত এ মসজিদের দৈর্ঘ্য ৪৮ ফুট, প্রস্থ ২৪ ফুট এবং উচ্চতা ৩৫ফুট। মসজিদের ছাদের উপর তিনটি গম্বুজ এর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ ।

গম্বুজও প্রবেশ পথের নির্মাণ কৌশল অনেকটা কুমিল্লার শহরের সুজা বাদশা মসজিদের মত। মসজিদের পাশেই ১৮ শতক জায়গায় একটি দিঘী খনন করেন চাঁদগাজী ভূঁঞা। স্বচ্ছপানির দিঘীটি প্রাচীন এ মসজিদকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। দিয়েছে নতুন মাত্রা। মসজিদে প্রবেশের জন্য প্রাচীন কারুকার্য খচিত দরজা ক্ষতিগ্রস্থ হওয়ায় এখন তিনটি কাঠের দরজা রয়েছে। ভেতরে প্রবেশ করলে প্রাচীন ঐতিহ্যের সকল চিহ্ন পাওয়া যায়। মসজিদটিতে কয়েকশ মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। কিন্তু সংস্কারের অভাবে প্রাচীন এ স্থাপত্য বিলুপ্ত হওয়ার পথে। কোথাও কোথাও পলেস্তরা খসে পড়ছে। এছাড়া মসজিদের দেয়ালে অসংখ্য ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা। ১৯৮৭ সালেল ১ অক্টোবর প্রকাশিত বাংলাদেশ সরকারের গেজেটে দেখা যায়, সরকার চাঁদগাজী ভূঁঞা মসজিদকে প্রতœসম্পদ আইন বলে সংরক্ষিত করেছে। ১৯৯২ সালে প্রাচীন স্থাপত্য হিসেবে ঢাকা কেন্দ্রীয় জাদুঘর থেকে ৩ লাখ টাকা ব্যয় করে মসজিদটির কিছু-কিছু অংশের সংস্কার করা হয়। কিন্তু অর্থ সঙ্কটের কারণে মসজিদটির পুরো সংস্কার সম্ভব হয়নি। বর্তমানে প্রাচীন এ মসজিদকে ঘিরে বেশ কয়েকটি ধর্মীয় শিক্ষালয় এখানে গড়ে উঠেছে।

এর আগে মক্তবে পড়ে এলাকার ছেলে-মেয়েরা ধর্মীয় শিক্ষা লাভ করলে ও ১৯৮২ সালে চাঁদগাজীর বংশধররা মসজিদের পাশে চাঁদগাজী ভূঁঞা দারুল কুরআন নামে একটি নুরানি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও চাঁদগাজী ভূঁঞার নামে এ এলাকায় চাঁদগাজী বাজার, চাঁদগাজী ইসলামিক পাঠাগার, চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। চাঁদগাজী ভূঁঞার সপ্তম বংশধর মাওলানা আনোয়ার উল্যাহ ভূঁঞাও ষাটোর্ধ্ব মুফতি মাওলানা আব্দুল গনি ভূঁঞা বলেন, নানা সমস্যায় জর্জরিত প্রাচীন এ মসজিদটি। এলাকার ঐতিহ্য রক্ষার্থে এটির সংস্কার অত্যন্ত জরুরি। চাঁদগাজী ভূঁঞা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম ভূঁঞা বলেন, মসজিদটি সংস্কারে আমরা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঐতিহ্য রক্ষার্থে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।



 

Show all comments
  • Jahid alam ৭ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৫৪ পিএম says : 0
    সরকার প্রয়োজনে অপ্রয়োজনে কতো কিছুই সংস্কার করছে,মহান আল্লাহ তায়ালা এর সন্তুষ্টি আদায়ে মানুষের কল্যানে এই ঐতিহ্যবাহি মসজিদটি সংস্কার খুব দরকার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐতিহ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ