Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কেশবপুরে পরিচ্ছন্নতা অভিযান

dd | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২১ এএম


স্কাউটের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের সকল বাসাবাড়িতে এডিস মশা প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। শহরের পাবলিক মাঠ থেকে ওই কার্যক্রম শুরু হয়। ৭০টি প্রাথমিক, স্কুল ও মাদরাসার ৪৭৮ জন কাব-স্কাউটস পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ৬ হাজার ৪৩৫টি বাসা বাড়িতে দিনব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান বাংলাদেশ স্কাউটস কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে এডিস মশা প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতায় সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা স্কাউটসের কমিশনার নূরুল ইসলাম খান, সম্পাদক দ্বীন ইসলাম, সহসভাপতি কফিল উদ্দিন, কোষাধ্যক্ষ নাজমুল হুদা বাবুসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ। উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় ওই কার্যক্রমে কাব-স্কাউটসদের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যালয়ের কাব-স্কাউটস ইউনিট লিডারাও অঙ্ক নেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ