বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরে পূবাইলে সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন ভূঁইয়া নামে এক পুলিশ পরিদর্শক (সিআইডি) নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভোগড়া-ভুলতা মহাসড়কে উলুখোলা ব্রিজের পূবাইল মেট্রোপলিটন থানা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন ভূঁইয়া (৪৯) গাজীপুর জেলা সিআইডির ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৫ ব্যাচের কর্মকর্তা। মোশারফ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বড় মনোহরদী এলাকার মকবুলুর রহমানের ছেলে।
পূবাইল থানার ওসি নাজমুল হক ভূইয়া জানান, মোশাররফ হোসেন ভূঁইয়া গাজীপুর থেকে মোটরসাইকেলে উলুখোলার দিকে যাচ্ছিলেন। উলুখোলা ব্রিজের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আবুবকর মিয়া বলেন, কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিআইডি কর্মকর্তা মোশাররফ হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।