যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমকে বোট আবরা (বোট)-এর মাধ্যমে ভ্রমণ করাতে পেরে নিজেকে সৌভাগ্যবান ও ধন্য মনে করছেন বাংলাদেশি মোহাম্মদ আলম। তার বাড়ি চট্টগ্রামের কক্সবাজারে।
জানা গেছে, গত সোমবার দুবাইয়ের ডেরা ক্রিকের ৬০ নম্বর আবরা (বোট) চালক বাংলাদেশি মোহাম্মদ আলমের জন্য ছিল সৌভাগ্যের দিন। ওইদিন তিনি আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমকে দুবাইয়ের ডেরার ওল্ড সুক থেকে গোল্ড সুক পর্যন্ত আবরার (বোটের) মাধ্যমে পারাপারের সৌভাগ্য হয়। মোহাম্মদ আলম আমিরাতের নামকরা খালিজ টাইমসকে বলেন, সকাল ৫টায় তিনি ঘুম থেকে ওঠেন। এরপর দুবাইয়ের ক্রিক জুড়ে লোকজন পারাপার শুরু করেন। সোমবার আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম তার প্রায় ডজন খানেক সহকর্মীকে নিয়ে তার বোটে আসেন এবং ডেরা ক্রিক পার হওয়ার জন্য তাকে বেছে নেন। তার বোট নম্বর ৬০। তাই জনপ্রিয় এমন একজন শাসককে ভ্রমণ করাতে পেরে নিজেকে খুবই আনন্দিত ও গর্বিত মনে করছেন মোহাম্মদ আলম। তার বিষয়ে গতকাল খালিজ টাইমস-এ ‘মীট দ্য বাংলাদেশি আবরা ক্যাপ্টেইন হু ফেরিড শেইখ মোহাম্মদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।