Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোনের দাফনে অংশ নিতে যাবার পথে মারা গেলেন ভাই

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ১১:০০ এএম

পাবনার চাটমোহরে শীলা খাতুন (১২) নামের এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বোনের এই মৃত্যুর খবর শুনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চাচাতো ভাই নাঈম হোসেন। একইদিনে দুই ভাই-বোনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামটিতে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে স্কুলছাত্রী শীলার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শীলা খাতুন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামের আত্তাব আলীর মেয়ে। সে উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

আর বোনের মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে ঢাকা থেকে বাড়িতে ফেরার পথে চাচাতো ভাই নাঈম গাজীপুরের কাশিমপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মারা যায়। নিহত নাঈম একই গ্রামের আব্দুল লতিফ সরকারের ছেলে।

মৃত স্কুলছাত্রীর বড় চাচা আব্দুল জব্বার জানান, ‘কয়েকদিন যাবত হালকা জ্বরে ভুগছিল স্কুলছাত্রী শীলা। সোমবার সকাল থেকেই তার জ্বরের মাত্রা আরো বেড়ে গেলে পরিবারের সদস্যরা তাকে বিকেলে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পরীক্ষা করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন।

সন্ধ্যার পরে তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তার স্বজনদের রাজশাহী মেডিক্যালে নিয়ে যেতে পরামর্শ দেন। রাত ১২টার দিকে সেখান থেকে রাজশাহী নেওয়ার পথে শীলার মৃত্যু হয়।

এদিকে, শীলার মৃত্যুর খবর শুনে মঙ্গলবার সকালে গাজীপুরে পোশাক কারখানায় কর্মরত তার চাচাতো ভাই নাঈমসহ অন্য স্বজনরা দাফনে অংশ নিতে পাবনার চাটমোহরে ফিরতে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন গাজীপুর কাশিমপুর এলাকায়।

এসময় দ্রুতগামী একটি ট্রাক নাঈমকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। স্বজনরা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

একইদিনে একই পরিবারের দুই ভাই বোনের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ