Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুয়া ডিবি পরিচয়ে সখিপুরে মোটরসাইকেল ছিনতাইকালে আটক ৩

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ৩:২৯ পিএম

টাঙ্গাইলের সখিপুরে ভূয়া ডিবি পরিচয়ে মোটরসাইকেল ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘের বাড়ি এলাকা থেকে ওই তিন ছিনতাইকারীকে আটক করা হয়। এরা হচ্ছে- উপজেলার আড়াইপাড়া গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে জাহিদ হাসান আগুন (২১) সখিপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শহীদ মিয়ার ছেলে আশিক মিয়া (২০) এবং একই ওয়ার্ডের নজরুল ইসলাম এর ছেলে কামাল হোসেন(২২)। এরা ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেল ছিনতাই করে আসছিল। এ ঘটনায় ছিনতাই চেষ্টা মোটর সাইকেলের মালিক সখিপুর ফাতেমা মটরস্ শো রুমের মোটরসাইকেল মেকানিক সৌরভ চন্দ্র বাদী হয়ে সখিপুর থানায় ৩৯২, ১৭০,৪১১ ধারায় মামলা দায়ের করেছে। আটককৃত ওই তিন ছিনতাইকারীকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে সখিপুর থানা পুলিশ। জানা যায়, সোমবার দুপুর দুইটার দিকে সখিপুর ফাতেমা মোটরসের মোটর সাইকেল মেকানিক সৌরভ চন্দ্র মোটরসাইকেল যোগে সখিপুর হতে উপজেলার বাঘের বাড়ি বাজার এলাকায় পৌঁছলে ছিনতাইকারী জাহিদ হাসান আগুন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রের মুখে গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেল ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ ওই তিন ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল ইসলাম বলেন- ঘটনার পর পরই মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়। ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) এএইচএম লুৎফুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভূয়া ডিবি পরিচয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল ছিনতাই করে আসছে-এরই ভিত্তিতে ভিডিও করা হয় এবং ছিনতাইকারী একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে,বাকীদের আটক করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য রিমান্ড চাওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাইকারী আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ