Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেয়ার কেনার চেয়ে বিক্রিতে ঝুঁকছেন বিদেশি বিনিয়োগকারীরা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ৮:১৫ পিএম

গত জুলাই মাসের তুলনায় আগস্টে পুঁজিবাজারে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন কমেছে প্রায় দ্বিগুণ। এমনকি এ মাসে শেয়ার কেনার চেয়ে বিক্রি বেশি করেছেন তারা। ফলে প্রকৃত বিনিয়োগ কমেছে ১০২ কোটি টাকার বেশি।

সোমবার (২ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টদের দাবি, কোরবানি ঈদের ছুটি উপলক্ষে টানা নয় দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকা এবং অব্যাহত দরপতনে পুঁজিবাজারে লেনদেন কমেছে। ফলে স্বাভাবিকভাবে বিদেশিদের লেনদেনেও এর নেতিবাচক প্রভাব পড়েছে।

ডিএসইর তথ্য মতে, ২০১৯-২০ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিদেশিরা ৩০৯ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার ৮৩৯ টাকার শেয়ার কিনেছেন। যার বিপরীতে ৪৭৪ কোটি ৩ লাখ ৪৬ হাজার ১৮ টাকার শেয়ার বিক্রি করেছেন। অর্থাৎ ১৬৪ কোটি ৬৭ লাখ ৮ হাজার ১৭৯ টাকার শেয়ার বেশি বিক্রি করে দিয়েছেন।

অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ১৭৬ কোটি ৭৮ লাখ ৩ হাজার ৪০৮ টাকার শেয়ার কেনার বিপরীতে ২৭৯ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ৯১১ টাকার শেয়ার বিক্রি করেছেন। অর্থাৎ ১০২ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ৫০৩ টাকার শেয়ার বেশি বিক্রি করেছে বিদেশিরা। ফলে জুলাই মাসে বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচা বাবদ বিদেশিদের লেনদেন হয়েছিল ৭৮৩ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ৮৫৭ টাকা। আগস্ট মাসে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৯ লাখ ৮৮ হাজার ৩১৯ টাকা। অর্থাৎ জুলাইয়ের তুলনায় আগস্টে লেনদেন কমেছে ৩২৭ কোটি ২৯ লাখ ৯৫ হাজার ৫৩৮ টাকা।

এদিকে, গত জুন মাসে প্রবাসী ও বিদেশিরা ২৯৪ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৬৫৪টি শেয়ারের বিপরীতে ৩০৫ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৯২০ টাকার শেয়ার বিক্রি করেন। অর্থাৎ ওই মাসে প্রকৃত বিনিয়োগ কমেছিল ১০ কোটি ৫২ লাখ ১ হাজার ২৬৬ টাকা।

সে হিসেবে জুন মাসের চেয়ে জুলাই মাসে বিদেশিরা ১৫ গুণ অর্থাৎ ১৫৪ কোটি টাকা শেয়ার বেশি বিক্রি করেছেন। আলোচিত সেই মাসে তাদের মোট লেনদেন হয়েছিল ৭৮৩ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ৮৫৭ টাকা।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট মো. শাকিল রিজভী বলেন, ‘চলমান দরপতনের ফলে ভালো কোম্পানিগুলোর শেয়ার দামও কমছে। এরপরও বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। কারণ, তারা পুঁজিবাজার নিয়ে আতঙ্কের মধ্যে আছেন। পুঁজিবাজার সহসায় ঘুরে দাঁড়াচ্ছে না- এমন ধারণা থেকেই হয়তো তারা শেয়ার বিক্রি করে দিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ার

২০ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ