Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানবধের স্বপ্ন নিয়ে তাজিকিস্তানে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম


বিশ্বকাপ বাছাইপর্বের মিশনে দেশের মাটিতে সপ্তাহখানেক প্রস্তুতি পর্ব শেষে তাজিকিস্তান পৌঁছেছে বাংলাদেশ। গতকাল সকালে তাজিকিস্তানের উদ্দ্যেশে ঢাকা ছেড়ে বিকালেই সেখানে পৌঁছায় লাল সবুজের প্রতিনিধিরা। তাজিকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচকে সামনে রেখে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। কন্ডিশনিং ক্যাম্প শেষে তাজিকিস্তানেই আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

দেশের মাটিতে সকালে মাঠে অনুশীলন বিকালে জিমন্যাসিয়ামে ঘাম ঝরানোসহ রাতে টিম সেশন এই ভাবেই কেটে গেছে সাতদিনের বিশ্বকাপ প্রস্তুতির প্রথম পর্ব। ফুটবলারদের ফিটনেস বা মানসিক সামর্থ্যে কোনও কমতি দেখেননি দলের ইংলিশ কোচ জেমি ডে। বরং ফুটবলারদের মাঝে বিশ্বমানের ফিটনেস দেখছেন কোচ। বলছেন, ‘বিশ্বকাপের বাছাইপর্বের মতো বড় জায়গায় যেমন ফিটনেস বা মানসিক অবস্থা থাকা দরকার তার পরিপূর্ণটাই আছে জাতীয় দলের বর্তমান সদস্যদের। ইতোমধ্যে বিকেএসপিতে ফিটনেস ও মানসিক পরীক্ষা দিয়ে এসেছে জামালরা। তাদের অবস্থা নিয়ে ‘এ প্লাস’ মার্ক দিয়েছেন জেমি, ‘ফুটবলাররা ভালো প্রস্তুতি নিয়েছে। যা দরকার ছিল সেটাই তারা করেছে। মানসিকভাবেও তারা এখন ভাল অবস্থায় আছে। ম্যাচটা চাপ হিসেবে না নিয়ে ইনজয় করতে তারা প্রস্তুত।’ দেশ ছাড়ার আগে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই দলে বাদ পড়েছেন গোলরক্ষক হিমেল, ডিফেন্ডার ফয়সাল ও মানিক। সঙ্গে ঢাকা আবাহনীর সাত ফুটবলার জায়গা করে নিয়েছে চূড়ান্ত দলে। তবে, এএফসি কাপের দ্বিতীয় লেগে চোটের শিকার হওয়া জুয়েল রানা ও চোটগ্রস্থ মামুনুল ইসলাম মামুনকে নিয়েই দল ছুটেছে তাজিকিস্তান। তাদের বিকল্প নিয়েও প্রশ্ন উঠছে। তবে, সূত্র বলছে দু’জনেই আফগান ম্যাচের আগে ঠিক হয়ে যাবেন। আফগান বধে আত্মবিশ্বাসে ম্যাচের কৌশল ও প্রতিপক্ষ দলের দুর্বলতা নিয়েও সচেতন জেমি, ‘আমরা আফগানিস্তানকে কাজ করেছি। তাদের দুর্বলতা নিয়ে কাজ করছি। সেটা অচিরেই মাঠে বাস্তবায়ন করার কাজ করবো। তারা র‌্যাঙ্কিং বা শক্তিতে আমাদের থেকে এগিয়ে। তাই আমাদের প্রস্তুতিটা সেভাবেই নিতে চাই। আশা করছি ভাল কিছুই হবে।’

এদিকে টানা লিগের পর এএফসির ধকল নেয়া ঢাকা আবাহনীর সাত ফুটবলার জাতীয় দলে ফিরেছেন শনিবার। তবে, ধকল সাড়তে দু’দিন সময় দিচ্ছেন কোচ, ‘ওরা অনেক জার্নি করে ফেলেছে। তাই তাদের দু’দিন অন্তত দেয়া হবে। তারপরেই আবার কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিবে।’ র‌্যাঙ্কিংয়ে (১৪৯) এগিয়ে থাকা শক্তিশালী আফগানদের বিপক্ষে বাংলাদেশের (১৮২) কৌশলটা এবারও রক্ষণাত্মকসহ প্রতি-আক্রমণের হবে সেটা দলে ফুটবলারদের অবস্থান দেখে কিছুটা আঁচ করা যায়। প্রাথমিক দলে ৯জন ডিফেন্ডার রাখা হয়েছিল। চূড়ান্ত দলে যাদের দুইজনই ছিটকে গেছেন। তবে দলের প্রত্যেক পজিশনকেই গুরুত্ব দিয়ে ১০ সেপ্টেম্বরের ম্যাচে মুখোমুখি হতে চায় জেমি, ‘দলের সব পজিশনে ভালো প্রস্তুতি নেয়া হচ্ছে। সব পজিশনের সেরা ফুটবলারদের সমন্বয় করার দায়িত্বের চ্যালেঞ্জ আমাদের।’

নতুন মুখ হিসেবে জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন সাইফ স্পোর্টিংয়ের তরুণ ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। তাজিকিস্তানে আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে ৩ ও ৫ তারিখে দেশটির দুই ক্লাব এফসি কুকতোস ও সিএসকেএ পামিরের সঙ্গে খেলবে বাংলাদেশ। ১০ তারিখ দেশটির দুশানবেতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ