মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের বিরোধী দল কংগ্রেস বলেছে, ভাষাভাষী ও ধর্মীয় পরিচয় নির্বিশেষে বহু প্রকৃত ভারতীয় নাগরিক আসামের নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়েছে। বাদ পড়া এসব নাগরিকদের বিদেশি ট্রাইব্যুনালে আপিলে আইনগত সহায়তা ছাড়াও সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে দলটি। শনিবার কংগ্রেসের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। কয়েক দফা খসড়া প্রকাশের পর শনিবার প্রকাশ হয়েছে আসামের চ‚ড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)। এ থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ মানুষ। ভারতের কেন্দ্রীয় সরকার বলছে বাদ পড়া এসব মানুষকে এখনই বিদেশি ঘোষণা করা হবে না। তারা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন। ওই ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমেই তাদের নাগরিকত্বের বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এনআরসি প্রকাশের পর আসামের বিরোধী দল কংগ্রেসের তরফে বলা হয়, এই তালিকার মধ্য দিয়ে অবৈধ অভিবাসী নিয়ে সন্দেহের অবসান ঘটবে। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে মানুষ হয়রানি বন্ধ হবে বলে আশা প্রকাশে করেন আসামের কংগ্রেস নেতা দেবব্রত সাইকিয়া। শনিবার বিকেলে কংগ্রেসের এক বিবৃতিতে বলা হয়, সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি) জেনেছে পর্যাপ্ত পারিপার্শ্বিক প্রমাণ ইঙ্গিত করছে যে চ‚ড়ান্ত এনআরসি তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ ৬ হাজার ৬৫৯ জন নাগরিকের মধ্যে ভাষাভাষী ও ধর্ম নির্বিশেষে অনেকেই প্রকৃত ভারতীয় নাগরিক রয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, এনআরসি তালিকায় অনেক ক্ষেত্রে পরিবারের সবার নাম থাকলেও একই তথ্য উপস্থাপনের পরও নির্দিষ্ট দুই একজন বাদ পড়েছে। বাদ পড়া নাগরিকদের সম্ভাব্য সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেসের বিবৃতিতে বলা হয়েছে, আইন অনুযায়ী প্রকৃত ভারতীয় নাগরিকদের অধিকার রক্ষার চেষ্টা করা হবে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।